নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের উন্নায়ন ও একটি আধুনিক ইউনিয়ন গড়তে নৌকা মার্কায় ভোটারদের ভোট চাইলেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আজাহার হোসেন তালুকদার।
জানা গেছে, তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৌকার মনোনীত প্রার্থী মোঃ আজাহার হোসেন তালুকদার।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে আগামী (৫ জানুয়ারী )অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এলাকার ভোটারদের কাছে জানাজায় নৌকার মনোনীত প্রার্থী মোঃ আজাহার হোসেন তালুকদার একজন সমাজ সেবক , সংস্কৃতি ও শিক্ষা অনুরাগী সে জন্যই আমরা জয় যুক্ত করতে চাই।
মোঃ আজাহার হোসেন তালুকদার ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মানুষের মাঝে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‘মাদক, সন্ত্রাস এবং দুর্নীতিমূক্ত’ সমাজ গঠনের দায়িত্বভার নিতে চান চেয়ারম্যান হয়ে আজাহার হোসেন তালুকদার।
তিনি ২ নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে সব ধরনের নাগরিক সুবিধা সম্পন্ন উন্নত-আধুনিক ইউনিয়ন গঠনের কাজ করাই হবে আজাহার হোসেন তালুকদার এর প্রধান লক্ষ্য।
এছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, যৌন হয়রানি, কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রতিহত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পাড়া-মহল্লায় প্রচারণা চালাবো।
আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ৫ জানুয়ারী নৌকা মার্কায় ভোটারদের কাছে ভোট চাইলেন ও সকলের সহযোগীতা কামনা করেন আজাহার হোসেন তালুকদার।