মোঃ আব্দুল বাতেন বাচ্চু, নিজস্ব প্রতিবেদক:
শ্রীপুরে সুষ্ঠু নির্বাচন দাবিতে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন
আসন্ন ইউপি নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠান, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন সরকার ও তার কর্মী-সমর্থকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন সরকার।
রবিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বরমী বাজার জনতার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন সরকারের বিরুদ্ধে ভোটারদের উপর চাপ প্রয়োগ করা, হুমকি প্রদানসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এ সময় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।
এ সময় স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন সরকার অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে নৌকার প্রার্থী নানাভাবে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।
এছাড়া আনোয়ার হোসেন সরকারের লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের হুমকি, মারধর এমনকি হামলা করে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। নৌকার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অনেক ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে তাদের পাশাপাশি সাধারণ ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত। সুষ্ঠু নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন জয়ী হবেন বলে জানান তিনি।