শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি
সহিংসতার মধ্য দিয়ে পঞ্চম ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়ন ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা। এর মধ্যে আওয়ামী লীগ ৬, স্বতন্ত্র আওয়ামী বিদ্রোহী ২ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- ১নং মাওনা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন (নৌকা), ২নং গাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী বিদ্রোহী মোঃ সিরাজুল হক মাতবর (ঘোড়া), ৪নং তেলিহাটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার (নৌকা), ৫নং কাওরাইদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজিজুল হক আজিজ (নৌকা), ৬নং বরমী ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী বিদ্রোহী মোঃ তোফাজ্জল হোসেন (আনারস), ৭নং রাজাবাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাসিনা মমতাজ (নৌকা), ৮নং প্রহলাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নূরুল হক আকন্দ (নৌকা), ৯নং গোসিঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইদুল রহমান শাহিন (নৌকা) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।