পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে দশমিনা উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু নিলয় মাঝি লক্ষ্মীপুর গ্রামের বিমল মাঝির ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ির উঠানে সকাল থেকে অণ্য শিশুর সাথে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পুর্ব পাশে পুকুরে পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে পানিতে বাসতে দেখে স্থানীয়রাসহ পরিবারের লোকজনে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয় দশমিনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটন ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।