মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় গাজীপুরের শ্রীপুরে বিজয় মিছিল করেছেন ২নং গাজীপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান বাচ্চু।
শনিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের আজুগীরচালা ৬ নম্বর ওয়ার্ডের জনগণের সাথে বিজয় মিছিলে অংশ নেন নব নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক সফল ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে দ্বিতীয় বারের মতো ইউপি সদস্য পদে নির্বাচিত হন মিজানুর রহমান বাচ্চু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ভুতুলিয়া এলাকার খলিলুর রহমান খলিল।
গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান খলিল (১০৪৭) ভোট পান। এবং (১১৮০) ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন মিজানুর রহমান বাচ্চু।
বিজয়ী হওয়ার ৪র্থ দিনে মিজানুর রহমান বাচ্চুর কর্মী-সমর্থকরা বাচ্চুর গলায় ফুলের মালা ও টাকার মালা দিয়ে পায়ে হেঁটে বিজয় মিছিল করে ৩ শতাধিক নারী-পুরুষ। এতে এলাকায় হৈচৈ পড়ে যায়।
নবনির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘ভোটার, কর্মী ও সমর্থকরা অক্লান্ত পরিশ্রম করে ভোটে আমাকে বিজয়ী করেছেন। তাই তারা বিনোদনের মাধ্যমে বিজয় মিছিল করেছেন ।
জানা যায় নবনির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সফল মেম্বার নবনির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু বলেন এ বিজয় ৬ নং ওয়ার্ডবাসীর বিজয় আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।