কালিগঞ্জ প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন রায়েরদিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন রায়েরদিয়া গ্রামস্থ টেরা মটরস অটো পার্সের গোডাউনের উত্তর পাশে জনৈক কবির উদ্দিনের আম বাগানের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহেল (৩৬), পিতা-রমিজদ্দিন , জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন ও ০২ টি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।