নিজস্ব প্রতিবেদক:
মাদকাসক্ত ছেলের বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন
টাকা না পাওয়ায় মাদকাসক্ত ছেলের বটির কোপে মায়ের মর্মান্তিক মৃত্যু। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
ফেনীর সোনাগাজীতে নিজ সন্তানের বটির কোপে প্রাণ হারিয়েছেন আমেনা বেগম (৫০)। রবিবার বেলা ২টার দিকে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় ছেলে নূর করিম রাসেলকে (২৮) আটক করেছে। নিহত আমেনা বেগম সাহাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রিপন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাসেল একজন মানসিক প্রতিবন্ধি ও মাদকাসক্ত। তবে বেশ কিছুদিন সে কিছুটা সুস্থ ছিলো। সকালে সে তার মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে। এতে তার মায়ের মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলে রাসেলকে আটক করা হয়েছে। জবাইয়ের ঘটনায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। স্বজনদের বরাত ওসি জানান, আটককৃত রাসেল মানসিক প্রতিবন্ধি ও মাদকাসক্ত।