শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি:
প্রতিবন্ধী ছেলেকে স্বাভাবিক জীবনে আনার জন্য অর্থ সহযোগিতা চান, রিক্সা চালক বাবা
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ড গ্ৰামের রিক্সা চালক নজরুল ইসলামের ছেলে মোঃ শামীম রানা (১৮) সাতাশ পারা কুরআনের হাফেজ।
হঠাৎ মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। চিকিৎসা করতে ব্যথ অসহায় রিক্সা চালক বাবা, সাহায্য চান সবস্তরের মানুষের কাছে।
অভাবের সংসার, দারিদ্র্য যেন কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারে না।স্বপ্ন ছিল ছেলে কে কুরআনের হাফেজ বানাবেন কিন্তু স্বপ্ন পুরন হলো না। তাকে এখন শিকলে বেঁধে রেখে চিকিৎসা করতে হচ্ছে। কিছু আগে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে প্রায় এক বছর যাবৎ চিকিৎসা দেন। গরিব বাবার অর্থের সংকটে চিকিৎসা করাতে বর্তমান ব্যর্থ হয়ে পড়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান, মানসিক ছেলে কে বাঁচাতে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। তাই আর্থিক সহায়তা চান অসহায় রিক্সা চালক বাবা।
প্রতিবন্ধী ছেলেটির বাবা মোঃ নজরুল ইসলামের বিকাশ নম্বর -01933990652 যোগাযোগ করুন। সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।