রংপুর কুরিগ্রাম প্রতিনিধি:
হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহত রাসেল (১৫) রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার মো. মজিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত রাসেল রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিল। এ অবস্থায় কুড়িগ্রাম থেকে কাউনিয়াগামী শাটল ট্রেনে কাটা পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই। অসাবধানতাবশত রেল লাইনের ওপর বসে থাকর কারণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।