শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন।
এতে স্থানীয় যুবলীগ নেতা খায়রুল ইসলাম মীরসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে শ্রীপুরের কাওরাইদ বাজারে প্রকাশ্য নয়নকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় । নয়ন কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের আব্দুল বারেক এর ছেলে।
ছাত্রলীগ নেতা নয়ন জীবন বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি স্বজনদের অভিযোগ। ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী খায়রুল মীর ও তার সমর্থকরা পুকুরে নেমে নয়নকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয়রা জানান কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবলীগ নেতা খাইরুল মীরের ছেলের অনুভব এর সাথে হাতাহাতি হয় নয়ন শেখের এ নিয়ে হত্যা করা হয় নয়ন কে।
নিহতের বড় ভাই রতন শেখ জানান, ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতির পরপরই কাওরাইদ বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন খাইরুল মীর ও তার সমর্থকরা। এক পর্যায়ে কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ঢুকে নয়ন শেখ পরে নয়ন শেখের এর উপর হামলা চালানো হয়।
জীবন বাঁচাতে পুকুরের উপর ঝাঁপ দেয় নয়ন শেখ। পিছন থেকে ধাওয়া করে পুকুরের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় নয়নকে। ওই ঘটনার পর থেকে পলাতক খাইরুল মীর তার ছেলে অনুভব ও সর্মথকরা ।
এদিকে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় নয়ন শেখ এর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাফন শেষে নয়নের হত্যার বিচার দাবি করেন নয়নের স্বজনরা ও এলাকাবাসী।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন জানান, নয়ন শেখ ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিলেন ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোন্দকার ইমাম হোসেন জানান, জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে।