শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার অন্যতম আসামি বিপ্লব (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লবকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার বিপ্লব উপজেলার কাওরাইদ গ্রামের মৃত নারায়ন পাগলার ছেলে।
যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
এর আগে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যার ঘটনায় ১৫ জানুয়ারি শুক্রবার অজ্ঞাত ব্যক্তিসহ ৩১ জনের বিরুদ্ধে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন নিহতের বড় ভাই রতন শেখ।
নিহত নয়ন শেখের মায়ের আহাজারি অনেক নেতার পা ধরে কেঁদেছি, কেউ আমার ছেলেকে বাঁচায়নি’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পুকুরের পানিতে পিটিয়ে হত্যা করা হয় নয়ন শেখকে। নয়ন শেখ ছাত্রলীগ করতেন বলে জানা গেছে। তাঁকে হত্যার প্রধান অভিযুক্ত খায়রুল ইসলাম মীর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র্যাব।
নয়ন শেখ হত্যা মামলার অভিযুক্ত আসামি বিপ্লব কে র্যাব আটক করে থানায় সোপর্দ করেন ।
১৬-০১-২০২২ ইং বিপ্লব কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।