শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী ও সন্তানকে অস্বীকার করার অভিযোগে শ্বশুরবাড়িতে গিয়ে আটক হয় স্বামী। উপজেলার টেপিরবাড়ী এলাকায় শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। দ্বিতীয় স্ত্রী মাকসুদার বাড়িতে স্বামী রাসেল মিয়াকে আটক করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ প্রথম স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে গোপনে সম্পর্ক করে যাচ্ছে রাসেল। কিন্তু স্ত্রী ও সন্তানকে নিতে অস্বীকার জানান। এ ঘটনায় একটি মামলা চলমান থাকলেও অবাধে মেলামেশা করতে থাকে রাসেল। নিরুপায় হয়ে দ্বিতীয় স্ত্রী সন্তানের স্বীকৃতি চেয়ে রাসেল কে তাদের নিজের বাড়িতে আটক করেন।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সামাজিক ভাবে দুই পক্ষকে মীমাংসা করার জন্য বলেন। এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও দুইপক্ষ রাজি না থাকায় কোন মীমাংসা করতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।