নিউজ ডেস্ক:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন খালেকুজ্জামান তোতা। তবে নির্বাচনী প্রচারণার পোস্টারে বঙ্গবন্ধু নামের বানান ভুল করে সমালোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।
ওই ভুল বানানের পোস্টার পুরো ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার পর স্থানীয়দের মাঝে সমালোচনা চলছে।
খালেকুজ্জামান তোতার ওই পোস্টারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখার কথা থাকলেও ওই স্লোগানে ‘বঙ্গবন্ধু ‘ পরিবর্তে বঙ্গন্ধু লেখা হয়েছে। ওই ভুল বানানের পোস্টারটি পুরো ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার পর ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হয়েও বঙ্গবন্ধু নামের বানান ভুল করায় পুরো এলাকায় সমালোচনার মুখে পড়েছেন ওই চেয়ারম্যান প্রার্থী।