নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এই প্রথম তৃতীয় লিঙ্গের চারজনের মধ্যে তিনজন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা হলেন, সন্ধ্যা, রুবিনা ও মুসকান।
সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন সন্ধ্যা ও রুবিনা নামের তৃতীয় লিঙ্গের দুই ভোটার। এছাড়া দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মুসকান। এই কেন্দ্রে আরও একজন তৃতীয় লিঙ্গের ভোটার থাকলেও সে ভোট দেননি। প্রথমবার ভোট দিতে পেরে সন্ধ্যা, রুবিনা ও মুসকান আনন্দিত।
ভোট দেওয়ার পর তারা বলেন, জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি তাহলে আমরাও ভবিষ্যতে চিন্তাভাবনা করবো কাউন্সিলর প্রার্থী হওয়ার। আমরা তিনজনই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। আমরা আশা করি জনপ্রতিনিধি যারাই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।