শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর রিতু (১৭) হত্যার আসামি পলাতক স্বামী এনামুলকে গ্রেফতার করেছে র্যাব।
কেওয়া পূর্ব খন্ড এলাকার রতনের বাড়ির ভাড়াটিয়া এনামুল হক(২৮) টাঙ্গাইলের ঘাটাইল থানার ফতেরপাড়া গ্রামের শফিকুল ইসলামের সন্তান।
কেওয়া চন্নাপাড়া গ্রামের রিতু প্রায় ৬ মাস প্রেম করার পর প্রায় দেড় মাস পূর্বে পরিবারের অমতে এনামুলকে বিয়ে করেন। বিয়ের পর থেকে অন্য মেয়ের সাথে এনামুলের অবৈধ সম্পর্ক আছে বলে রিতু সন্দেহ করেন। এনিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো।০৭/০১/২২খ তারিখ রাতে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এনামুল হক আছিয়া আক্তার রিতুর পরিহিত ওড়না দিয়ে গলায় প্যাচিয়ে শ্বাসরােধ করে হত্যা করে। হত্যার পর এনামুল হক রিতুর মৃতদেহ বাথরুমে ফেলে রেখে পালিয়ে গিয়ে আত্মগোপনে থাকেন। এনামুলের কাছ থেকে রিতুর মােবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে র্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।