নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের চান্দনা চৌরাস্তার এলজিইডি ভবনের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তাঁদের গ্রেপ্তার করে।
জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো আরিফুল ইসলাম (২৮), কাঞ্চন (২৬), মো. রাজিব (২২), ইমরান (২০), রাজু (২০) ও মিনারুল ইসলাম বাবু (২২)।
জিএমপি জানিয়েছে, গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।