নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে শসা ও মিষ্টি লাউ ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা । বুধবার (১৯ জানুয়ারি )রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামে। ওই গ্রামের কৃষক মোতালিবের আধা বিঘা জমির শসা ও মিষ্টি লাউ ক্ষেত কেটে ফেলে দূর্বৃত্তরা।মোতালিব জানান, স্ত্রীসন্তান নিয়ে গড়ারণ গ্রামের সোহেল এর বাড়িতে থাকেন। তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার গোপাল পুর এলাকার মৃত নওশেরের ছেলে।ছেলে মেয়ের লেখা পড়া ও সংসার খরচের জন্য কৃষি কাজের পাশাপাশি সবজি চাষ করেন। স্ত্রী গোলাপী বাড়িতে সবজি বাগান পরিচর্চা করেন।বাড়তি আয়করতে ভ্যান গাড়ি চালান তিনি।সোহেল দের আধাবিঘা জমিতে শসা ও মিষ্টি লাউ চাষ কেরন। ভাল ফলনের আশা ছিলতার।শুক্রবার প্রথম শসা বিক্রির কথাছিল।বুধবার রাতে দূর্বৃত্তরা তার পুরো শসা ক্ষেত কেটে ফেলে। সকালে স্ত্রী গোলাপীকে নিয়ে ক্ষেত দেখতে যান। পাশে গিয়েই দেখতে পান আইলের পাশের দু একটি শসা গাছ কাটা। পরে ক্ষেতের ভেতর প্রবেশ করে দেখেন পুরো ক্ষেতের শসা ও মিষ্টি কোমরার গাছ গুলো গোড়া থেকে কাটা। এতে ওই কৃষকের প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।বাগান কাটার দৃশ্য দেখে নির্বাক হয়ে যান মোতালিব। খবর পেয়ে গ্রামের লোকজন এসে শসা ক্ষেত কাটার ঘটনা প্রত্যক্ষ করে। স্থানীয়রা জানান ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তার বাগানটি কেটে দিয়েছে। মোতালিব বলেন,আমার কোন শত্রু নাই কে এমন ক্ষতি করলো।শ্রীপুর থানার ডিউটি অফিসার এ এস আই শুকান্ত দেবনাথ জানান,এ বিষয়ে কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।