শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নাশতার আশঙ্কা করচ্ছে স্থানীয়রা।
শনিবার (২২ জানুয়ারী) দিবাগত রাত আড়ইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্কুলের তিনটি কক্ষের আসবাবপত্র পুড়ে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ, বারী তারেক এসব তথ্য জানিয়েছেন।
নৈশ প্রহরী রিপন বলেন, আনুমানিক রাত আড়াই টার সময় দরজায় বিকট শব্দ হয় তখন আমি মনে করি কোন চোর মনে হয় দরজার তালা ভাঙতেছে। কাছে গিয়ে দেখি ভেতরে আগুন জ্বলতেছে তাৎক্ষণিক আমি ভয় পেয়ে যাই। পরে আমি স্যারদের খবর দেই।
এম,এ, বারী তারেক বলেন, শনিবার মধ্যরাতে বিদ্যালয়ের উত্তর-পূর্ব পাশের টিনশেড ভবনের তিনটি কক্ষে আগুন লাগে। রাতেই বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শামসুল হক ভূইয়া ফোন করে আগুন লাগার কথা জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করি। মাওনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল, বেঞ্চ, সিলিং ফ্যান, সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বিদ্যালয় পরিদর্শন শেষে বলেন, কিছুদিন পরপর বিদ্যালয় আগুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা অবশ্য একটি নাশকতা।এই ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হয়েছে অবশ্যই তদন্ত মাফিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কক্ষের সবগুলো আসবাবপত্র পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়ানি।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর দুপুরে ওই বিদ্যালয়ের পূর্ব পাশের তিনটি কক্ষে আগুন লেগে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।আবারও বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ধারণা করছেন, দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির জন্য বারবার বিদ্যালয়ে আগুন দিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে।