কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে প্রাইভেটকারসহ ৩ মাদককারবারি আটক
গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকারসহ মজিদ বেপারী (৫০), সবুজ মিয়া (৩৫) ও মোখসেদুল হাসান নামে ৩ মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদকের একটি মামলায় তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১৩ জানুয়ারি) রাতে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের টেকপাড়া থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটক, গাঁজা উদ্ধার, মামলা ও আসামিদের চালানের বিষয়টি নিশ্চত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।
আটককৃত মজিদ বরিশালের মুলাদী উপজেলার আলীমাবাদ এলাকার বোয়ালিয়া (বামচর) গ্রামের আব্দুল মান্নান বেপারীর ছেলে। তিনি ঢাকার শাহআলী নিউ সি ব্লক রাইনকোলা এলাকায় তার শ্বশুর নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। সবুজ পিরোজপুরের ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় থাকেন। মোখসেদুল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল (গোপিনগর) গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাপুর এলাকার ৮নং সেক্টরের সিকদার হাজীর বাড়িতে ভাড়ায় থাকেন।