টাঙ্গাইল প্রতিনিধি:
জেলার কালিহাতী উপজেলার যদুরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আজ ২৪ জানুয়ারি ২০২২ ভোর ৫ টায় এতে ২৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানাযায় উত্তর বঙ্গের বুড়িমারী থেকে ছেরে আসা ঢাকাগামী হানিফ পরবহনের একটি বাস (নং ঢাকা ব ১৫ ০২৪২ টাঙ্গাইল ঢাকা মহাসড়কে তিব্র যানজট এরাতে এলেঙ্গা বাসস্ট্যান্ডের আগে টাঙ্গাইল ভুয়াপুর আন্ঞ্জলিক সড়কে প্রবেশ করে বিকল্প পথে ঢাকা যাওয়ার সময় ঘটনাস্থলে ( যদুরপাড়া) পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে বাসের ২৫ জন যাত্রী আহত হয় এর মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেওয়া হয়েছে এবং গুরুতর আহত ৮ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে উচ্চ চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুয়াপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুল কালাম। স্থানীয়রা জানান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তিব্র যানজট এরাতে মাঝে মধ্যেই বিকল্প রাস্তা হিসেবে উত্তর বঙ্গের বাস এ রাস্তায় চলাচল করে রাস্তাটি প্রসস্থ না হওয়ায় প্রায়ই ছোট খাট দুর্ঘটনা ঘটে, আজকের এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করার আগেই গাড়ির চালক ও হেলপার পালিয়েযায় এবং সংবাদ পেয়ে ভুয়াপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করেন