গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর থেকে ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৬ জানুয়ারী দুপুরে সফিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ী বুলবুল আহম্মদ (৩৬) নওগাঁর পত্নীতলা থানার ভাবানপুর গ্রামের আ. আজিজের সন্তান। বর্তমানে মৌচাক বাজার এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। গাজীপুর (পোড়াবাড়ি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সফিপুর বাজার এলাকায় কয়েকজন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সফিপুর বাজার এলাকার হাজী আবদু আজীজের ১০ তলা বিল্ডিং এর গেটের সামনের গলি রাস্তা থেকে বুলবুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩ শত ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুলবুল বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।