শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শ্রীপুর চৌরাস্তা শ্রীপুর ভবনে উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আজহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ- সভাপতি আলহাজ্ব মো: মাকসুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,
কেন্দ্রীয় সহ- সভাপতি আলহাজ্ব এস এম আকবর আলী চৌধুরী, যুগ্ম সা.সম্পাদক একে এম আজম খান, সমবায় বিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবীব, জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন,সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন সহ, জেলা, উপজেলা, ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা কৃষকলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এবং আগামি ৩ দিনের মধ্যে উপজেলা কৃষকলীগের সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান অতিথি মাকসুদুল ইসলাম।