নিজস্ব প্রতিবেদক:
আজ দুপুরে ‘দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বগুড়ার সেই আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আজ বুধবার ২ ফেব্রুয়ারি দুপুরে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছে, আলমগীর কবিরকে চাকরি দেওয়া হবে। তবে কোথায়, কোন পদে চাকরি দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি।
এর আগে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘এসপি স্যার তার সঙ্গে কথা বলতে চান। আসলে তার বিষয়টা যাচাই করে দেখা দরকার। আলমগীর কবিরকে স্কয়ার, ওয়ালটন ১৫-২০ হাজার টাকা বেতনের চাকরি দিতে চায়। কিন্তু সে চাকরি করবে না এমন তথ্য পাচ্ছি। তাই তার সঙ্গে কথা বলে কোনো সহযোগিতা করা যায় কি না, সেই বিষয়ে স্যার তার সঙ্গে কথা বলতে চান।
এ বিষয়ে আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সারাদিন আজ বাইরে কাজে ছিলাম। পুলিশ তো আমাকে খোঁজেনি। কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে হবে এটুকু জেনেছি।’
তিনি আরও বলেন, ‘আজ রাত ১১টায় আমি এসপি স্যারকে ফোন করে বলেছি যে স্যার আমি অসহায় হয়ে একটা বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু অনেকে এখন আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে ছবি জোড়াতালি দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি ইনসিকিউর ফিল করছি।’ তিনি বলেন, ‘এসপি স্যার আমাকে কাল (আজ বুধবার) সকালে তার কার্যালয়ে দেখা করতে বলেছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘অনলাইনে অনেক জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে পুলিশ আলমগীরকে খুঁজছে। কিন্তু আসল ঘটনা সেটা নয়। আমরা আসলে তার সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলতে চাই।’
তিনি আরও বলেন, ‘তার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত গিয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দেওয়ালে বিজ্ঞাপন দিয়ে তো সমস্যা সমাধান হবে না। আমরা তাকে যদি কোনো সাহায্য করতে পারি।