মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে তার মহান অবদানের স্বীকৃতিস্বরূপ সাফারি পার্কের নামকরণ করা হয় ।
জাতীর পিতার প্রতি শ্রদ্ধা রেখেই সাফারি পার্কের সমৃদ্ধ করা হবে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান সাফারী পার্কে নবনিযুক্ত প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্কের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিচালক আরো বলেন ৩ ফেব্রুয়ারী তিনি সাফারী পার্কের দায়িত্ব পেয়েছেন, এছাড়া তিনি আরও দুটি দায়িত্বে রয়েছেন বলেও জানান তিনি। বিগত বছরগুলোতে পার্কে কিছু সংখ্যক বন্যপ্রাণী মারা গেছে কিছু অসুস্থ হয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ পার্ককে আন্তর্জাতিক মানের গড়ে তোলা হবে বলেও জানান তিনি
পার্কের বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে কর্মকর্তাদের মেধা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে পার্কের কার্যক্রম পরিচালিত হবে সম্প্রতি প্রাণী মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ নতুন ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়েছে আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।
বৃহৎ পার্কটি এককভাবে পরিচালনা করা সম্ভব নয় এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন
পার্কে যেসব প্রাণী রয়েছে তার মধ্যে অধিকাংশ বিদেশি প্রাণী বন্যপ্রাণীদের দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য দেশী বিদেশী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরিচালনা করতে হবে। তিনি আরও জানান সম্প্রতি পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের ১০ দফা প্রস্তাব সুপারিশ করেন ইতিমধ্যেই তিনটি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে বাকিগুলো দ্রুত বাস্তবায়নের কাজ চলছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পার্কের প্রাণীর মৃত্যুর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ২ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয় ১২ জানুয়ারী একটি বাঘ ও মারা যায় ২৯ জানুয়ারী ৮ ঘন্টার ব্যবধানে দুপুরে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়। পার্কের প্রাণী মৃত্যুর কারণ নিশ্চিত করতে কাজ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড।