শরীয়তপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুরে দায়িত্ব পালনকালে চ্যানেল এস ও দৈনিক নয়া শতাব্দীর শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুলের উপর হামলার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে গুরুতর আহত হয় সাংবাদিক খোরশেদ আলম বাবুল। এ ঘটনায় এখনো অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয়নি সখিপুর থানা পুলিশ। এতে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছে।
জানা যায়, দক্ষিণ তারাবুনিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মাল অনুমতি ছাড়াই কৃষি জমিতে মৎস খামার খনন করছে। এমন সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) খননের ভিডিও ও ছবি তুলতে গিয়ে ইউপি চেয়ারম্যান ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু মালসহ ১৫-১৬ জন সন্ত্রাসীরা ওই সাংবাদিকে লাঠি দিয়ে এলোপাথালি পিটিয়ে যখম করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই সাংবাদিক বাদী হয়ে সখিপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখনও তা নথিভুক্ত করেনি পুলিশ। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, আহত খোরশেদ আলম বাবুল শরীয়তপুর সদর হাসপাতালে মারত্মক ব্যথা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আহত সাংবাদিক খোরশেদ আলম বাবুল জানান, আমার ওপর হামলা চারদিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। তার কাছ থেকে মামলার বিষয় জানতে চাইলে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। আমি সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে আছি।
শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ ক্ষোভ প্রকাশ করে বলেন চারদিন পেরিয়ে গেলো সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা নেয়নি সখিপুর থানা পুলিশ, এটা খুবই দুঃখ জনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি সুদৃষ্টি কামনা করছি।
শরীয়তপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ খলিলুর রহমান জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক খোরশেদ আলম বাবুলের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সখিপুর থানা পুলিশ এখনো মামলা নেয়ননি। এটা খুবই দুঃখ জনক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত মামলা এজাহার ভুক্ত করে। দোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয় সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, ওই সাংবাদিক ক্যামেরার মূল্য লেখে নাই, এ কারণে মামলা নথিভুক্ত করা হয়নি। তাকে বলা হয়েছে ক্যামেরার মূল্য লিখে দিতে। মূল্য লিখে দিলেই তার মামলা নেওয়া হবে।