মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন সভা কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড.আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল আলম প্রধান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. রিনা পারভীন, জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় নবনির্বাচিত আটজন চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মাওনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক মাদবর, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.আজিজুল হক আজিজ, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ এবং প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক আকন্দ।
শপথ নেয়ার পর মাওনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন তার প্রতিক্রিয়ায় বলেন, জনগণ সমর্থন দিয়ে যেমন ভাবে আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তেমন ভাবে জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সব সময় কাজ করবো। তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, চেয়ারম্যান হিসেবে আগেও জনগণের সুখে দুখে পাশে ছিলাম। ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করবো। এজন্য সকলের সহযোগিতা চাই। বরমী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, জনগণ ভালোবেসে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ।
অপরদিকে বিকেল তিনটার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আটটি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ পাঠ করান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এসময় আটটি ইউনিয়নের সংরক্ষিত আসনের ২৪ জন ও ৭২ জন সাধারণ সদস্য শপথগ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মহিতুল ইসলাম প্রমুখ।