শ্রীপুর ( গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভায় প্রাণ কেন্দ্র থানা মোড় হইতে বরমী রোড পর্যন্ত ৬০০ ফিট রাস্তা ৬০ লক্ষ টাকা ব্যয়ে আর সি সি ঢালাই কাজের উদ্বোধ করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুপুর দেড়টার সময় কাজের অনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মেয়র আনিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ প্রধান, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কামাল মাহমুদ ও ঠিকাদার ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাজের উদ্বোধ সময়ে কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা বলেন,১নং ওয়ার্ডের জনগণের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলছে। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন মেয়র আনিছুর রহমানের প্রতি।