নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনিরুজ্জামানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ ও দলীয় পদ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তার পক্ষ অবলম্বন করায় স্থানীয় আওয়ামীলীগ কাউন্সিলর হাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে নানা অভিযোগ দাখিল করলে দল অব্যহতির এ সিদ্ধান্ত নেয়। মনিরুজ্জামান গাজীপুর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামানের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এর প্রেক্ষিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী) সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে তাকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এর আগে ২৪ ডিসেম্বর হাজী মনিরুজ্জামান মনিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সাত দিনের মধ্যে সেসব অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
এর আগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার ও মেয়রের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়