ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃ
ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর প্রধান শিক্ষক জনাব মেজবাহ উদ্দিনের ৪৮ মাসের বকেয়া বেতনের খাতায় স্বাক্ষর করতে টালবাহানা করছেন উপজেলা নির্বাহি অফিসার জনাব আখতারুজ্জামান।
তিনি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)’র আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ ক্ষমতা বলে প্রধান শিক্ষকের বকেয়া বেতন আটকে রাখেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
সরকারি নজরুল একাডেমীর একজন সহকারী শিক্ষক বলেন, আমার জীবনে এমন নির্বাহী অফিসার আগে কখনো দেখিনি। একজন শিক্ষকের কোন কারন ছাড়াই বকেয়া বেতন আটকে রাখেন। এটা খুবই দুঃখজনক।
উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান জানান, আমি তাকে (প্রধান শিক্ষককে) কিছুদিন ধৈর্য্য ধরতে বলেছি। শিক্ষকের আইনগত বাধা আছে কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহি অফিসার আখতারুজ্জামান বলেন, কাগজপত্রে কোনো বাধা নেই। আমি কিছুদিন পরই দিবো,তাকে ধৈর্য ধরতে বলেছি।