শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
সাফারী পার্ক থেকে সরানো হলো আরেক কর্মকর্তাকে
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারীর পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সারোয়ার হোসেনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পার্কের প্রকল্প পরিচালক ও ভারপ্রাপ্ত কর্মকর্তার পর এবার তাকে সরানো হলো।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানান। সারোয়ারের স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান।
পার্কের প্রকল্প পরিচালক মোল্ল্যা রেজাউল করিম এ বিষয়ে জানান, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেয়া হয়েছে। সরকারী চাকুরীর স্বাভাবিক বদলীর একটি অংশ হিসেবেই তাকে সরানো হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ ফেব্রুয়ারির আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার সারোয়ার হোসেনকে দায়িত্ব থেকে সড়িয়ে নেওয়া হয়েছে।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় পার্কে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে।
এছাড়া সীমানা প্রাচীরের ভেতর থেকে খাবার পাচার, জেব্রা ও বাঘ মৃত্যুর ঘটনাটি গোপন রাখা এবং জেব্রাগুলোকে হত্যার অভিযোগ আনেন স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন মহল।
পার্কের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার বিষয় উঠায় গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও চিকিৎসক ডাঃ হাতেম সাজ্জাদ মোঃ জুলকারনাইনের পার্কের দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়।
অপরদিকে, গত ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকেও দায়িত্ব থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। আর ৭ ফেব্রুয়ারির এক আদেশে পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হলো। এ নিয়ে সাফারি পার্কের তিন কর্মকর্তাকে পার্ক থেকে সরিয়ে নিয়েছে কতৃপক্ষ।