ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবার নান্দাইলের বনগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে শুক্রবার এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ জেলার নান্দাইলের অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বনগ্রাম এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কাইয়ুম মিয়াকে গ্রেফতার করে। সে কিশোরগঞ্জের হোসেনপুরের হলিমা মধ্যপাড়ার মৃত সাঈদ ফকিরের ছেলে। তার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।