মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরের একটি গভীর জঙ্গল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানাপুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি ছুরির কভার ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক (৪৫) বছর।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) খোন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার বিকেলে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের সদুখার টেক এলাকার জঙ্গলে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। তার পরিচয় জানা যায়নি। তবে তার পরনে একটি কালো রংয়ের বোরখা রয়েছে এবং লাশের পাশে একটি ছুরির কভার ও হ্যান্ড গ্লাভস পড়ে ছিল।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ করছে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আজমির হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর এবং শনাক্তের কাজ শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।