-
- গাজীপুর, জাতীয়
- আইজিজ ব্যাজ-২০২০ পেলেন গাজীপুরের এডিঃ এসপি (অপরাধ) ছানোয়ার হোসেন
- আপডেট টাইম : ফেব্রুয়ারি, ১৩, ২০২২, ২:০৩ অপরাহ্ণ
- 161 বার পঠিত
ডেস্ক রিপোর্ট:
আইজিজ ব্যাজ-২০২০ পেলেন গাজীপুরের এডিঃ এসপি (অপরাধ) ছানোয়ার হোসেন
গাজীপুর জেলা পুলিশের এডিঃএসপি (অপরাধ) মোহাম্মদ ছানোয়ার হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি কর্তৃক আইজিজ ব্যাজ- ২০২০” প্রদান করা হয় ।
গত বুধবার বিকেল ৪ টায় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ২০২০ সালের “Police Force Exemplary Good Service Badge” সংক্ষেপে “আইজিজ ব্যাজ” এর জন্য মনোনীত হওয়ায় ব্যাজ, সম্মাননা সনদ ও সৌজন্য উপহার প্রদান করেন ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম) জনাব নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব মো: মাহবুবুর রহমান, পিপিএম(বার) মহোদয়সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ বিপিএম (বার)
উল্লেখ্য যে, ২০২০ সালে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গোপালগঞ্জ হিসেবে কর্মকালীন সাহসিকতাপূর্ন ও ভাল কাজের স্বীকৃতিস্বরুপ “Police Force Exemplary Good Service Badge” সংক্ষেপে “আইজিজ ব্যাজ” প্রদান করায় বাংলাদেশ পুলিশের কর্ণধার মাননীয় ইন্সপেক্টর জেনারেল জনাব ড. বেনজীর আহমেদ বিপিএম(বার), ঢাকা রেঞ্জের অভিভাবক সুযোগ্য ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)সহ বাছাই কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। সেই সাথে এই অর্জনকে সম্ভব করার জন্য পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম(বার) মহোদয়সহ জেলা পুলিশের সকল সদস্য, সদর সার্কেলের সকল সহকর্মী এবং সর্বোপরি গোপালগঞ্জবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এই ক্যাটাগরীর আরো খবর
- সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিকের মৃত্যু
- ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড
- জমে উঠেছে কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা
- শ্রীপুরের ড্রাম ট্রাক চাপায় নিহত -১
- সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে: বিএমএসএফ খুলনা প্রতিনিধি : সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। শনিবার ১১ জানুয়ারী বিকালে খুলনা মহানগরীর বয়রায় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম শিল্প রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর এ শিল্পের সাথে জড়িত সাংবাদিকদের ভালো-মন্দ রাষ্ট্রেরই দেখা উচিত। কিন্তু দেশ গঠনের ৫৪ বছর পার হলেও সাংবাদিকরা যেই তিমিরে ছিলো সেই তিমিরে রয়ে গেছে। তাদের ভাগ্যোন্নয়ন ঘটেনি বরং জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্ত তারা দেশ, সমাজ ও রাষ্ট্রের পক্ষে কাজ করে চলছে। রাষ্ট্রযন্ত্র তাঁদের কথা ভাবছেনা। নিউনেশনের প্রবীন সাংবাদিক ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি ও বিএমএসএফের জেলা শাখার সম্পাদক মো: কামরুজ্জামান, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন শাওন, কেন্দ্রীয় নেতা রহিম রানা, বাংলাদেশ বেতারের ইফফাত সানিয়া ন্যান্সি, বার্তা বাজারের খুলনা প্রধান আল মাসুম খান, নিজাম উদ্দিন স্বাধীন প্রমূখ। বৈঠকে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি খুলনা জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ বেতারের ইফফাত সানিয়া ন্যান্সিকে আহবায়ক, বাতর্তা বাজারের আল মাসুম খানকে সদস্য সচিব করা হয়েছে। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকার চেষ্টা করছি। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলা ও কেন্দ্রে নানা ধরনের সভা, প্রতিবাদ সভা, সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ, চা-চক্র, ভার্চুয়াল সভা, সেমিনার, প্রশিক্ষণ, বিজয় শোভাযাত্রা ও বাৎসরিক মিলনমেলা আয়োজন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন , সাংবাদিকদের মূখপত্র মিডিয়া ক্যানভাস ম্যাগাজিন প্রকাশ, জার্নালিস্ট শেল্টার হোম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ গঠন করে নানা ভাবে পাশে থেকে সমন্বয়, প্রতিবাদে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছে। ১০-১১-১২ জানুয়ারী খুলনা বিভাগের আওতায় ১০টি জেলায় সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। আগামীকাল বিকেলে কুষ্টিয়ায় বৈঠক অনুষ্ঠিত হবে।
- ডিএমপির জ্যাকেটসহ পুলিশের ভুয়া সদস্য আটক
- গার্মেন্ট শ্রমিককে নির্যাতন, মুক্তিপণ চেয়ে ধর্মবোনকে ডেকে নিয়ে গণধর্ষণ
- গাজীপুরে কারাগারে শ্রমিকলীগ নেতার মৃত্যু
- শ্রীপুরে ২ ইট ভাটার উৎপাদন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
- শ্রীপুরে ব্যবসায়ীকে আ’ট’কে রেখে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় এসআই ক্লোজড