শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের আতাউর রহমান ও তার বড় ভাই সোহরাব হোসেনের বাড়িতে শনিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়। অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করেছে ডাকাতদল।
এ সময় ১৯ ভরি স্বর্ণালংকার,নগদ আড়াই লাখ টাকা ও মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনার পর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত দলওই গ্রামে প্রবেশ করেন। প্রথমে,সোহারাবের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে। বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণ, দেড় লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুটে নেয়। এরপর আতাউর মেম্বারের বাড়ি থেকেও ১৪ ভরি স্বর্ণ ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।