মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সলংঙ্গা গ্রামে এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে তার খালুকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে আটকৃত সামাদ পীর কে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতের নাম মোঃ সামাদ পীর (৫৫)। সে কালিয়াকৈর উপজেলার সলংঙ্গা গ্রামের আসর উদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, আটককৃত সামাদ পীর কে রবিবার বিকালে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নিয়ে গেলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।