গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মহানগর বাইমাইল গাজীপুর টু চন্দ্রা মহাসড়ক ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুমিল্লা সদর বশির হোসেন মোল্লার বড় ছেলে আব্দুল আজিজ মোল্লা (২৫) ও ময়মনসিংহ হালুয়াঘাটের লাবুর ছেলে আরোহী অপূর্ব নিখিল (২৯)।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে কোন বসতবাড়ি বা দোকানঘর নেই। নিহতের দেখে কোনাবাড়ি থানা পুলিশ কে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে।
এবিষয়ে জিএমপি কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ এর সাথে যোগাযোগ করা তিনি জানান, ঢাকা মেট্রো- ল-৩৮-২৭১৬ এর চালক ও আরোহী সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়। ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে পড়ে গেলে মাথায় আঘাত লাগে তাদের মৃত্যু হয়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।