ময়মনসিংহ, প্রতিনিধি:
ময়মনসিংহে মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৮দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।১৬ই ফেব্রুয়ারী বুধবার ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ জেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্তি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ও ৮দফা দাবীতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান করেন ।এবং সারা দেশে উক্ত মানববন্ধন থেকে একযোগে মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার আহ্বায়ক মাওঃ মাে. আব্দুর রহমান শাহজাহান,বক্তব্য রাখেন,সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী বিল্লাল হোসেন,জেলা যুগ্ম আহবায়ক খোরশেদ আলম,ভালুকা উপজেলার আহবায়ক মাে. ফখরুল আলম,মো. মনিরুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।এসময় বক্তব্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান খলিলুর রহমান বলেন, আমার বাবা ছিলেন একজন মুক্তিযােদ্ধা ১৯৮৪ সালে আমার বাবা সােনাখালী ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করে শিক্ষাকতা করে ২০১৮ইং সালে ইন্তেকাল করেন এই দির্ঘ সময়ের মধ্যে তিনি কোন বেতন-ভাতা পাইনি।তার পর আমি বাবার জায়গায় আমি শিক্ষকতা পেশায় আছি। বাবার দির্ঘ শ্বাস,কষ্ট আমি দেখেছি।আমার বাবা মুক্তিযােদ্ধা হয়েও শিক্ষকের মর্যাদা পাইনি।বাবার বয়সি অনেকে মারা গেছে শিক্ষকের মর্যাদায় আশা নিয়ে।তাই নেয্য অধিকার পাওয়া জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার চলমান সমস্যা সমাধানের দাবী সমূহঃ ১.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণ।২.স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করণ।৩.স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।৪.স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করণ। ৫.রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদ্রাসা বাের্ডের কোডের অন্তভূক্ত করন।৬.প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করন।৭.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ১জন অফিস সহায়কের পদ সৃষ্টি করণ।৮.স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করণ।এবং দাবি আদায়ের লক্ষ্যে ২. আগামী ৬ই মার্চ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানান।এসময় ময়মনসিংহ জেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কয়েক শতাদিক শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।