শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার আলম খানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
১৮ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় উপজেলার ধামলই গ্রামে এ ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বাড়ি পুড়ে যায়, এলাকাবাসী আসার আগেই বাড়ির এক তৃতীয়াংশ পুড়ে যায়, আগুন নিভানোর আগেই ৩ টি ঘর একেবারে পুড়ে যায় এবং একটি ঘরের অধ্যেক পুড়ে যায়।
ঘরের ভিতরে থাকা কাঠের তৈরি আসবাবপত্র, ইলেকট্রনিক পন্য,স্বর্ণালংঙ্কার, নগদ টাকা, জমির কাগজপত্র, ছেলে মেয়েদের বই সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে যায়।
ইউপি সদস্যের ভাতিজা অনিক বলেন ফ্রিজের লোজ কালেকশন থেকে বৈদ্যুতিক সর্টের কারণে আগুন লেগে যায়,যা নিমিষেই বাড়তে শুরু করে একপর্যায়ে পুরু বাড়িতে লেগে যায়।
স্থানীয় লোকজন বলেন আমরা আগুনের ধোঁয়া এবং লোক জনের চিৎকারের শব্দ শুনে মেম্বারের বাড়িতে আসি,এসে দেখি একটি ঘরে আগুন ঝলছে পরে আমরা প্রায় এক হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনি কিন্তু এর আগেই পুরো বাড়িটি আগুনে পুড়ে যায় এতে এই বাড়ির লোকজনের অনেক ক্ষতি হয়েছে।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার আলম খান বলেন আমি বাড়িতে ছিলাম না,একটি জানাযায় অংশগ্রহণ করতে চলে যায়, আমি খবর পেয়ে বাড়িতে এসে দেখি আমার পুরু বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে, আমি ব্যাপক ক্ষতির মুখে পরে গেছি,প্রায় ৩০-৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছি।