নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানের চালা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দেওয়ানের চালা এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলো ময়মনসিংহের ভালুকা উপজেলার মোস্তফার ছেলে ইয়াসিন (২৫) ও একই জেলার নান্দাইল উপজেলার উদয়ন গ্রামের আবুল কালামের ছেলে নাইম (২২)। এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করেন এবং তাদের কাছে একটি গাড়ি এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, ভোরে দুই যুবককে নিরাপত্তকর্মীদের সন্দেহ হয়।
পরে স্থানীয়দের সংবাদ দিলে তারা ধাওয়া দিয়ে পিকআপসহ দুজনকে আটক করে। তবে অন্য দুজন পালিয়ে যান। এসময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার, রামদাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে ইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।