মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
শ্রীপুরে প্রেমিকা হত্যা, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর সুফিয়া হত্যার এক দিন পর পুলিশ নিহতের প্রেমিক আশিকুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে আশিককে উপজেলার পৌর এলাকার মধ্য ভাংনাহাটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিকুর রহমান সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের বাসার মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় ভাড়া থেকে সফটেক্স নামক কারখানায় চাকরি করতেন।
নিহত সুফিয়া শ্রীপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোষাক কারখানায় চাকরি করতেন।
সুফিয়াকে হত্যার পর আশিক শ্রীপুর হাসপাতালে লাশ রেখে চলে যান। খবর পেয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সুফিয়ার লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই ইমরান শেখ জানান, প্রাথমিকভাবে সুফিয়া খাতুনকে হত্যা করে লাশ ফেলে রাখার সঙ্গে আশিকের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এঘটনায় সুফিয়ার স্বামী মোকাররম বাদি হয়ে পরকীয়া প্রেমিককে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
নিহতের স্বজনরা জানায়, প্রায় একবছর আগে শ্রীপুর উপজেলর ডালেরশহর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোকাররমের সাথে সুফিয়ার বিয়ে হয়। এরই মধ্যে সহকর্মী আশিকে সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সুফিয়া। গত ১১জানুয়ারি বিকেলে সুফিয়া কারখানা থেকে বেতন আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি। ওই দিনই সুফিয়ার স্বামী শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। নিহতের স্বজনদের দাবি সুফিয়াকে তার পরকীয়া প্রেমিক আশিক পরিকল্পিতভাবে হত্যা করছেন।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, গ্রেপ্তারকৃত আশিকুর রহমানকে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।