শ্রীপুরে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার:
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে ২৪ কেজি গাঁজাসহ মাে: জামাল উদ্দিন(৫০) নামে একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১)। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ২৯ হাজার ৩ শত ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাে:জামাল উদ্দিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঝালবাজার এলাকার মৃত ছলিম উদ্দিন শেখের ছেলে। গাজীপুর পােড়াবাড়ী ক্যাম্প র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১ঘটিকার সময় গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার নয়েছ টাওয়ার (ন্যাশনাল ব্যাংক) এর সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশী করে সাড়ে ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং নগদ ২৯হাজার ৩ শত ৩০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,জামাল উদ্দিন একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের যোগসাজশে গাজীপুরের শ্রীপুরের আশপাশের এলাকায় সুকৌশলে মাদক(গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।