নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গাও সেভেন ওয়েল জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি)গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি’র)অধীনস্থ ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া বিওপি হতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পি এস সি এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল কতৃক পরিত্যক্ত মালিকবিহীন অবস্হায় ১ টি পিকআপ ও ১ টি মোটরসাইকেলসহ ১৯০ পিস ভারতীয় শাড়ী, লেহেঙ্গা -৩৫০ পিস,সেভেন ওয়েল ২৫০ পিস জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য ৪৩,২৮, ০০০/ (তেতাল্লিশ লক্ষ আটাশ হাজার)টাকা জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে।