শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের শিকার নারী পোশাক শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আসাদ মিয়া ওই নারী শ্রমিক কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছেন।
গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোঃ কামরুল হোসেনের বাড়িতে তাকে ধর্ষন করা হয়।
এ ধর্ষনের ঘটনায় কামরুলকে সহযোগিতা করে বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী।
পরদিন সকালে ধর্ষনের বিচার চাইতে ধর্ষকের বাড়ীতে গেলে ধর্ষিতা ওই নারীকে ধর্ষকের ছোট ভাই আশ্রাফ মিয়া ও অজ্ঞাত কিছু লোকজন দিনভর আটকিয়ে মারধর করে। পরে মামলা না করতে হুমকি দিয়ে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেয়।
ধর্ষিতা নারী শ্রমিক বলেন, এঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ দিয়ে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুকছেন।
ঘটনায় অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, আসাদ মিয়া বলেছে ওই নারী পোশাক শ্রমিক তার বান্ধবী হয়। সে কারণে তাকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছি। পরে তারা এখানে শারিরীক সম্পর্ক করেছেন হয়তো। তবে এ ঘটনায় সে জড়িত নয় বলেও দাবি করেন।
অভিযুক্তের ভাই আশ্রাফ মিয়া বলেন, তার ভাইয়ের সাথে ওই নারীর কোন সম্পর্ক নেই। এটি তার ভাইয়ের বিরুদ্ধে একটি ভিত্তিহীন অভিযোগ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।