শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি,
গাজীপুরের শ্রীপুরে আউটপেস স্পিনিং মিলস নামে একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুরে আউটপেস স্পিনিং মিলস নামে একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ড।
গাজীপুরের শ্রীপুরে আউটপেস স্পিনিং মিলস নামে একটি কারখানা তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে কারখানাটির পার্ট-টু তুলার গুদামে প্রথমে আগুনের সূত্রপাত ঘটেছে। শনিবার রাত সাতটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কারখানার সিনিয়র অ্যাডমিন ম্যানেজার কবির হোসেন বলছে, ‘রাত সাতটার দিকে কারখানায় পাট-টু তুলার গুদামে আগুন লাগে। এরপর কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা আসার পূর্বেই পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে কি পরিমাণ ক্ষতি হবে তা হিসাব না করে বলা যাবে না।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পরবর্তীতে আরও তিনটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। কারখানাটির চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঢাকা থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’ তবে কত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে সে বিষয়ে তিনি ধারণা দিতে পারেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’