মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
সাফারি পার্কে বাঘ, সিংহ ও জেব্রার পর লেমুরের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ, জেব্রার পর এক লেমুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে লেমুরের মৃত্যর ঘটনা ঘটেছে। লেমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউর করিম। এ বিষয়ে পার্কের দায়িত্বে থাকা কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম লেমুর মৃত্যুর বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে পার্কের এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে পার্কে একটি লেমুর মারা যায়। মৃত লেমুরের ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়।
জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে দুটি লেমুর উদ্ধার করা হয়। পরে লেমুর দুটিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়। লেমুর জুটি পার্কে দুটি শাবকের জন্ম দেয়।
উল্লেখ্য, প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে আফ্রিকার মাদা গাস্কায় লেমুরের আগমন ঘটে। এ প্রাণীটি রাতের আঁধারে অপেক্ষাকৃত বেশি চলাচল করে। রাতের বেলায় লেমুরের চোখে আলো ফেললে ভূতের মতো দেখা যায়। লেমুর শব্দের অর্থ ভূত। এ জন্যই প্রাণীটির নামকরণ করা হয় লেমুর।
লেমুর সাধারণত পতঙ্গ, ফল, লতা পাতা খেয়ে থাকে। এরা দলবদ্ধভাবে বাস করে। একটি দলে ১৫টির বেশি লেমুর থাকতে পারে। শরীরের গন্ধ ও বিশেষ ধরনের শব্দের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। ছোট লেমুরের ওজন ১পাউন্ড হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক লেমুরের ওজন সর্বোচ্চ ১৫ পাউন্ড হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বলেন, পার্কে একটি লেমুর মারা গেছে। প্রাণীটি কি কারণে মারা গেছে সে বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ১১টি জেব্রা, ১টি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়েছে।