মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
টাকার বিনিময়ে টিকা বিক্রি আটক ২
গাজীপুরের শ্রীপুরে টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় স্থানীয় জনতা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের রঙ্গিলা বাজার এলাকার শাহজাহান ড্রাইভারের মার্কেটে টাকা নিয়ে টিকা দেওয়ার এ ঘটনা ঘটেছে।
সন্ধ্যা সাতটার দিকে শ্রীপুর থানা পুলিশ জনতার হাতে আটককৃত ২ জনকে উদ্ধার করে। এ সময় আটককৃতদের কাছ থেকে সাতটি টিকার বোতল, সিরিঞ্জ, টিকার নিবন্ধন কার্ড উদ্ধার করা হয়।
আটককৃৃতরা হলো, উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মো.নূরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০) ও তার সহযোগী পার্শবর্তী কাপাসিয়া উপজেলার রানিগঞ্জ এলাকার আ.রহমানের মেয়ে সুলতানা পারভীন (২০)। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
জানাযায়, সারাদেশের মত শ্রীপুরে শনিবার সকাল থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৪টি কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে টিকা কর্মসূচি চলছিলো।
দুপুরে তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজারের শাহজাহানের মার্কেটে স্থানীয় নারী পুরুষদের টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়া হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোক জন গামেন্টস শ্রমিক ঐক্য ফোরামের অফিসে গিয়ে ওই ফোরামের শ্রীপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও তার সহযোগী পারভীন সুলতানাকে আট করে।
খবর পেয়ে শত শত নারী পুরুষ ঘটনা স্থলে ভীর জমায়। পরে ভূক্তভোগীদের মধ্যে টিকার জন্য বিল্লাল ২’শ, কনা ২’শ, মিনারা২’শ, সাফিয়া ২’শ, আকলীমা ৪’শ, রেহেনা২’শ, ছিদ্দিক ৯’শ, হেলেনা ৪’শ, করে টাকা দেয়।
এসময় জাহাঙ্গীর টিকা দেয়ার নাম করে স্থানীয়দের কাছ থেকে ২০০ টাকা করে প্রায় দেড় শতাধিক লোকের কাছ থেকে টাকা নিয়েছে। স্থানীয়রা আরও জানায়, জাহাঙ্গীর টিকার কার্ড নিলেও তাদের টিকা দেয়নি।
এব্যাপরে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলেন, তিনি হয়দেবপুরের টিকা কেন্দ্র থেকে টিকা এনে স্থানীয় নারী পুরুষদের দিয়েছেন। তাকে টিকা দানে সহায়তা করেছেন টেপির বাড়ি এলাকার ওষুধ ব্যবসায়ী মোশারফ হোসেন ।
এর আগে বৃহস্পতিবার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় নাছরিন নামের এক নারী টাকার বিনিময়ে টিকা দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
টাকার বিনিময়ে টিকা দেওয়ার বিষয়ে জানতে শ্রীপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাসের বক্তব্য নিতে একাধিক বার মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার পরিদর্শক খোন্দকার ইমাম হোসেন জানান, আটক জাহাঙ্গীর প্রাথমিক ভাবে টিকা চুরির দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন ডা.খাইরুজ্জামান বলেন তিনি এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।