গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় মামলার চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বর্তাপাড়া গ্রামের মৃত মমর উদ্দিনের ছেলে আবুল কালাম (৬০), আবদুল আলী সরকারের ছেলে দুলাল সরকার (৪০), আবুল কালামের ছেলে সাইম (২৫) ও মেয়ে সুরিয়া বেগম (৪৫)।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৬ এপ্রিল গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের (রেজিস্ট্রি নং-৪৩৮৯) আমমোক্তারনামা দলিল মূলে কামরুজ্জামান পিরুজালী মৌজায় এসএ খতিয়ান নং-১০৬২, আরএস খতিয়ান নং-১১৬৭, সিএস ও এসএ দাগ নং-২৫১, আরএস ১২৯০নং দাগের ৩৫ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে মালিকানা লাভ করেন।
পরে জমির চারপাশে বাউন্ডারি ওয়ালসহ একটি টিনের ছাপড়া ঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। কিছুদিন পর থেকে আসামিরা জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়ে বাদীসহ আরও কয়েকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে আসছিলো।
গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে বাদী কামরুজ্জামান তার মালিকানাধীন সম্পত্তি দেখাশুনা করার জন্য জমিতে গেলে আসামি আবুল কালাম, দুলাল সরকার ও সাইম তাকে জমি থেকে চলে যেতে বলেন।
এ সময় বাদী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এতে কামরুজ্জামান গুরুতর আহত হন। একপর্যায়ে তারা বাউন্ডারি ওয়াল ভাঙচুর করেন।
পরদিন ২৫ ফেব্রুয়ারি রাতে আসামিরাসহ অজ্ঞাত ৫-৬ জন সন্ত্রাসী বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করে।
খবর পেয়ে কামরুজ্জামান ও জমির কেয়ারটেকার কবির হোসেনসহ আরও দুজন জমিতে গিয়ে আসামিদের প্রতিবাদ করলে তাদের এলোপাতাড়ি মারপিট করা হয়। এতে তারা আহত হন।
এ ঘটনায় পরদিন কামরুজ্জামান বাদী হয়ে জয়দেবপুর থানায় (মামলা নং ১৭/৩১) একটি মামলা করেন।
মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করে রোববার দুপুরে আসামিদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।