শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা কাওরাইদ রেলওয়ে স্টেশনের পাশে অজ্ঞান অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করা হয়। পরে যুবককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয় এবং এসআরটি পৌর গণকবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এদিকে এখনো যুবকের পরিচয় শনাক্ত হয়নি।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি এসআরটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য যুবককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর সংগঠনটির পক্ষ থেকে যুবকের পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালায়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সাধ্যমতো যুবকের চিকিৎসা চালিয়ে যায়। এত দিনেও তাঁর কোনো স্বজনের খোঁজ খবর মেলেনি।
শ্রীপুর এসআরটির এরিয়া কমান্ডার জুবায়ের আহমেদ বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে উপজেলার কাওরাইদ রেলস্টেশনে আহত অবস্থায় এক যুবককে পরে থাকতে দেখে স্বেচ্ছাসেবী সংগঠন এসআরটি। পরে সংগঠনের কাওরাইদ শাখার সদস্যরা রাতে শ্রীপুরে নিয়ে আসলে শ্রীপুর রাত সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আজ অজ্ঞাত যুবক মারা যাওয়ায় এসআরটি পৌর গণকবরস্থানে কার দাফন সম্পন্ন করা হয়েছে।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জেমিমা বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি দুজন লোক এসে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেখে যান। তখন থেকেই তাঁর অবস্থা খারাপ ছিল। তাঁকে সুস্থ করতে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করেও সম্ভব হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘অজ্ঞাতনামা এক রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।’