শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
থানায় অভিযোগের পর ন্যায় বিচারপ্রতিষ্ঠার জন্য ইউপি চেয়ারম্যান প্রয়োজন নেই: শ্রীপুর থানার ওসি
থানার কোনো পুলিশ সেবাপ্রার্থীকে হয়রানি করলে সাথে সাথেই ওসিকে জানান। অবশ্যই তার বিরুদ্ধে দাপ্তরিক শাস্তি নিশ্চিত করা হবে। যদি থানায় এসে অভিযোগ দেয় তাহলে অবশ্যই পুলিশের দায়িত্ব ঘটনাস্থলে গিয়ে তদন্তের মাধ্যমে বিচার পাইয়ে দেওয়া। সেখানে চেয়ারম্যানের অনুমতি নিতে হবে এমন কোথায় লিখা নেই। তাই কোনো অন্যায় বা নির্যাতন করে আবার থানায় গিয়ে উল্টো রিকোয়েস্ট করবেন,এমন ধরনের কোনো অন্যায় নিয়ে থানায় না আসাই ভালো। সেদিন যে অভিযোগের বিষয়ে তদবির করেছেন এটা মোটেও ঠিক হয়নি। অন্যায় সুপারিশ থাকলে থানায় না আসতে এক ইউপি চেয়ারম্যানকে শাসালেন গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন ওসি।
এসময় বরমী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান দুজনকেই শান্ত হতে বলেন।
সভার শুরুতে বরমী ইউপি চেয়ারম্যান বলেন, শ্রীপুর থানা পুলিশের এক এসআই জনৈক ভুক্তভোগীর দেওয়া অভিযোগের বিষয় তদন্ত করে ফয়সালা দিতে চাচ্ছে। আমার এলাকায় হলেও সে বিষয়ে চেয়ারম্যানকে কিছুই বলে নাই। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সভা শেষে এ বিষয়ে চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস, উপজেলা প্রকৌশলী রাকিবুল আহসান, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুকুনুজ্জামান পলাশ, শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ, সমবায় কর্মকর্তা উৎপল সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুর রহমান,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রফিকুল ইসলাম,তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ,বরমী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গোসিংগা ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন, রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান হাসিনা মমতাজ প্রমুখ।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সকল চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।