চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা দুটি মরদেহে অভিন্ন ডিএনএর উপস্থিতি পাওয়ায় গ্রেপ্তারকৃত মো. সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল হালিম এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গতকাল সোমবার দুপুরে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরপর তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামিকে রিমান্ড জিজ্ঞাসাবাদ করে এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করবে, তিনি শুধু দুজন নারীর মৃতদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন, নাকি আরো অন্যদের সঙ্গেও করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়র চেষ্টা করছে পুলিশ।
সিআইডির উপপরিদর্শক কৃষ্ণকমল ভৌমিক বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, আসামি শিশুসহ দুজন নারীর মৃতদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। সিআইডির ল্যাবে ফরেনসিক পরীক্ষায় এটা প্রমাণিত হওয়ার পর আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।